করোনায় সুস্থ দুই কোটি ৮১ লাখ

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ২ কোটি ৮১ লাখ ১১ হাজারের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৭ হাজারের বেশি। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭৪ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৭৯ লাখ ৪৫ হাজার ৫০৫ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৮২ জনের। সংক্রমিত রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ লাখ ৮৯ হাজারের বেশি রোগী।

এদিকে ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশি দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৭০ লাখ ৫১ হাজার ৫৪৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৩৭১ জনের। দেশটিতে সুস্থতার সংখ্যা ৬০ লাখ ৭৪ হাজার ৮৬৩ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫০ লাখ ৯১ হাজার ৮৪০ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৫০ হাজার ২৩৬ জনের। করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন ৪৪ লাখ ৫৩ হাজার ৭২২ জনের বেশি।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১২ লাখ ৮৫ হাজার ৮৪ জন। এর মধ্যে মারা গেছেন ২২ হাজার ৪৫৪ জন এবং রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ লাখ ১৬ হাজার ২০২ জন।

এদিকে সংক্রমণে ৫ম স্থানে অবস্থান করছে কলম্বিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৪৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৬০ জনের। সুস্থ হয়ে ওঠেছেন ৭ লাখ ৮৩ হাজার ১৩১ জন রোগী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *