গার্মেন্টকর্মীকে গণধর্ষণ : দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: রাজধানীর আদাবরে এক গার্মেন্ট কর্মীকে গণধর্ষণের মামলায় সজীব ঢালী এবং আবু হাসান ওরফে সাঈদ নামক দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ ১১ অক্টোবর, রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তাদের আরো ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে পলাতক দুই আসামি আকাশ ওরফে মোসলেম এবং আনোয়ার বয়তীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন।

এর আগে কারাগারে আটক থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিইতে রায় ঘোষণা করেন আদালত। এরপর আসামিদের সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ জানুয়ারি গার্মেন্টস কর্মী ওই তরুণী রাত সাড়ে ৮টার দিকে অফিস শেষে বাসায় ফিরছিলেন। আদাবর থানাধীন শ্যামলী হাউজিং প্রকল্পের পানির পাম্পের সামনে পৌঁছালে সজিব, আবু হাসানসহ অজ্ঞাতনামা দুইজন ছেলে ভিকটিমের গতিরোধ করে টেনে হিঁচড়ে শান্তা ওয়েষ্টার হাউজিং ও আজিম গার্মেন্টসের ফাঁকা মাঠে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন ভিকটিমের মা আদাবর থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি মামলাটি তদন্ত করে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে অভিযোগগঠন করে বিচার শুরু হয়। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *