পিরোজপুরের স্বরুপকাঠীতে ৫পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার

Spread the love
অরিন্দম মৃধা, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের স্বরুপকাঠিতে কৌশিক হালদার (২৬)নামে এক যুবককে আটক করেছে নেছারাবাদ থানা পুলিশ।
গতকাল ১০অক্টোবর, শনিবার দুপুরের দিকে উপজেলার ৬নং দৈহারী ইউনিয়নের দৈহারী বাজার সংলগ্ন এলাকা থেকে টহল পুলিশ সন্দেহভাজন হিসেবে কৌশিককে আটক করে। এ সময় তাকে তল্লাশি করলে ৫ পিস ইয়াবার চালান উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত কৌশিক হালদার(২৬) দৈহারী গ্রামের অনিমেষ হালদারের তিন ছেলে-মেয়ে সর্ব কনিষ্ঠ ছেলে সন্তান কৌশিক। জানাযায়, তিনি শহীদ সোহরাওয়ার্দী কলেজ,পিরোজপুর ইতিহাস বিভাগ এ অধ্যায়নরত ছিলেন। এবং দৈহারী ইউনিয়ন ছাত্রলীগ শাখায় সদস্য ও দৈহারী স্পোর্টিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে।
বর্তমানে নেছারাবাদ পুলিশ হেফাজতে আসছেন। মাদক নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলায় গ্রেপ্তার করে কৌশিক কে কোর্টে চালান দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *