সেন্টমার্টিনে রাত্রীকালীন অবস্থান নিষিদ্ধের প্রতিবাদে মানবন্ধন

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের রাত্রীকালীন অবস্থান নিষিদ্ধের প্রতিবাদে কক্সবাজারে মানবন্ধন করেছে ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার।

আজ ১১ আগস্ট, রোববার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে টুয়াক আয়োজিত মানবন্ধনে নেতৃবৃন্দ পর্যটন সচিবের পদত্যাগ দাবি বলেন। তারা বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পকে ধ্বংস করার ষড়য়ন্ত্র চলছে। সেন্টমার্টিন দ্বীপে ১২’শ পর্যটক যাওয়ার সরকারিভাবে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা অযৌক্তিক।

টুয়াক নেতারা বলেন, এই সিন্ধান্ত বাস্তবায়ন হলে কক্সবাজারের সেন্টমার্টিন কেন্দ্রীক পর্যটন শিল্পের সাথে জড়িত ১০ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ছে। এ কারণে দ্বীপের পরিবেশ এবং জীব বৈচিত্র রক্ষা করে কিভাবে পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারে সে বিষয়ে সরকারকে পদক্ষেপ নেয়ার আহবান জানান তারা।

মানববন্ধনে টুয়াক সভাপতি তোফাইলে আহমেদ, উপদেষ্টা মুফিজুর রহমানসহ সহস্রাধিক পর্যটন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *