৭৭ পেরিয়ে অমিতাভ, তবুও বাড়েনি বয়স
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: বলিউডের বিগবি অমিতাভ বচ্চনের কাছে বয়সটা হলো জাস্ট নাম্বার। আজ ১১ অক্টোবর ৭৮ এ পা দিলেন অমিতাভ বচ্চন।
বলিউড সিনেমার ক্ষেত্রে অমিতাভ ঈশ্বর সমান ৷ আর ঈশ্বরের তো বয়স বাড়ে না। আর তাই বার বার প্রমাণ করে চলেছেন ৭৮-এর অমিতাভ৷ এবারের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায়, নানা ভাষায় ধন্যবাদ দিয়ে অমিতাভ লিখেছেন, ‘এই ১১ তারিখে, আপনাদের ভালোবাসা, আপনাদের আর্শিবাদ, সব সময় সঙ্গে থাকাই আমার সবচেয়ে বড় উপহার ৷’
প্রতিবার অমিতাভ এই দিনটিতে জলসার বারান্দায় এসে হাত নেড়ে ভক্তদের দেখা দেন। আজও যে কোনও মুহূর্তে তিনি আসবেন। ভক্তরা তাই সমবেত হচ্ছেন। অমিতাভের নামে একটি মন্দির রয়েছে। প্রতিবারের মত এবারো সকাল থেকে মন্দিরে উপস্থিত হতে শুরু করেছে ভক্তরা। মন্দিরও সেজেছে আলোকসজ্জায়।
সিনেমার পর্দা থেকে টেলিভিশনের পর্দায় সমানতালে কাজ করেছেন অমিতাভ ৷ বিজ্ঞাপন থেকে এবার তো ওয়েব সিরিজও৷ যেকোনও ভাষায়, যেকোনও সিনেমায় অমিতাভ একেবারে সেই সত্তর দশকের নায়কের এনার্জি নিয়েই ক্যামেরার সামনে দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডের বিগবি।