এফএটিএফের ‘ধূসর তালিকা’ থেকে বেরোতে লবিস্ট ফার্ম ভাড়া পাকিস্তানের
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: যুক্তরাষ্ট্র প্রশাসনের আনুকূল্য পেতে ও সন্ত্রাসবিরোধী আর্থিক সংস্থা এফএটিএফের ‘ধূসর তালিকা’ থেকে নিজেদের নাম বাদ দিতে ওয়াশিংটনে শীর্ষ লবিস্ট ফার্ম ভাড়া করেছে পাকিস্তান। আগামী অক্টোবরে এফএটিএফের বৈঠক হওয়ার কথা রয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ধূসর তালিকা থেকে ইসলামাবাদকে নাম সরিয়ে নেওয়ার জন্য এফএটিএফের ৩৯ সদস্যের মধ্যে কমপক্ষে ১২ জনের সমর্থন প্রয়োজন। এটি প্যারিসের পূর্ণাঙ্গ সমীক্ষায় আমেরিকা যে পদ্ধতি গ্রহণ করবে তার উপর অনেকাংশে নির্ভর করবে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও প্যারিসে অবস্থিত কূটনীতিকদের মতে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় হিউস্টনভিত্তিক লবিং ফার্ম ‘লিন্ডেন স্ট্র্যাটেজি’কে নিয়োগ করেছে।
পাকিস্তান ফার্মটির মাধ্যমে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে চায় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।