চাঁদপুরে কিশোর হত্যার ঘটনায় মামলা
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: চাঁদপুরে ভোটকেন্দ্রের বাইরে ছুরিকাঘাতে কিশোর হত্যার ঘটনায় নিহতের মা বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
গত ১০ অক্টোবর, শনিবারে ওই ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমউদ্দিন।
তিনি জানান, শহরের কোড়ালিয়া এলাকার মফিজ মিজির ছেলে মো. সাহেদকে (১৮) এতে আসামি করা হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।