জেলা ফুটবলের দায়িত্ব নিজেই নিলেন সালাউদ্দিন
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: সম্মিলিত পরিষদের নির্বাচন প্রতিশ্রুতির অন্যতম ছিল তৃণমূল ফুটবলে মনোযোগ দেওয়া। সেই প্রতিশ্রুতি পূরণের দায়িত্ব নিজেই নিলেন বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত কমিটির প্রথম সভা গতকাল ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রথম সভায় বেশ কয়েকটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পালন করা সালাউদ্দিন এই দায়িত্বটি এবার তুলে দিয়েছেন সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়ার হাতে। নিজে ইমার্জেন্সি কমিটি এবং জেলা ফুটবল লিগ কমিটির দায়িত্ব নেন টানা চতুর্থবারের মতো ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হওয়া কিংবদন্তি এ ফুটবলার।
গতকাল মিটিং শেষে সালাউদ্দিন বলেন, ‘আমি জেলা ফুটবলের দায়িত্ব নিলাম। আমি শুনি, জেলায় লিগ হয় না অনেক দিন। নিজেই ওটা দেখব, যাতে ওই গ্যাপটা পূরণ করতে কারও ওপর ভরসা করতে না হয়। আমাদের খুবই ভালো সভা হয়েছে। সবার মধ্যে আন্তরিকতা ছিল। সবাই ফুটবলে কাজ করতে এসেছে। নতুন-পুরোনো সবাই কাজের জন্য প্রস্তুত। আমরা কিছু কমিটির চেয়ারম্যান ঠিক করে দিয়েছি। কারণ, আমাদের খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে।’
গুরুত্বপূর্ণ কয়েকটি পদে কোনো রদবদল হয়নি। আগের মতো এবারও পেশাদার লিগ কমিটি এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপিকে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে আবারও দায়িত্ব পেয়েছেন কাজী নাবিল আহমেদ এমপি। আর নবনির্বাচিত কমিটিতে জায়গা হয়নি সমন্বয় পরিষদ থেকে সদস্য পদে জেতা ছয়জনের।