ধর্ষণের সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে অপরাধীদের মধ্যে ভীতি থাকবে: সেতুমন্ত্রী
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এখন জনদাবিতে পরিণত হওয়ায় এ দাবিকে অবশ্যই আমরা স্বীকৃতি দেবো বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মানুষের মনের ভাষা প্রধানমন্ত্রী বোঝেন। আর সে কারণেই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড রাখার বিষয়ে তিনি নিজে উদ্যোগ নিয়েছেন। আর ধর্ষণের সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে অপরাধীদের মধ্যে একটা ভীতি থাকবে।
আজ ১২ অক্টোবর, সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যেভাবে নারীর প্রতি সহিংসতা বাড়ছে, ধর্ষণ বন্ধ করতে হলে, এ ধরনের কঠোর আইন প্রয়োগ করতে হবে।