প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থ্রি হুইলার চালক গ্রেফতার
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: সাতক্ষীরা শহরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত থ্রি হুইলার চালককে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় প্রতিবন্ধীর মা বাদি হয়ে শনিবার থানায় একটি মামলা দায়ের করেন।
এর পর রাতেই হুইলার চালককে গ্রেফতার করা হয়।
এর আগে গত শুক্রবার সন্ধ্যার অগে এ ধর্ষণের ঘটনাটি ঘটে।
গ্রেফতার কৃত ধর্ষকের নাম অহিদুল ইসলাম (৩০)।
বর্তমানে তিনি সাতক্ষীরা শহরের উত্তর পলাশপোলে প্রতিবন্ধী ওই কিশোরীর বাড়ির পাশে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতেন।
পেশায় তিনি একজন থ্রি হুইলার চালক।
এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় ধর্ষক অহিদুলকে গ্রেফতার করে।
অভিযুক্ত অহিদুলকে আদালতে জবানবন্দী গ্রহণ শেষে রোববার কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন।
এর আগে গত শুক্রবার সন্ধ্যার অগে এ ধর্ষণের ঘটনাটি ঘটে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।