শ্রীমঙ্গলে গৃহবধুকে ধর্ষণের এক মাস পরে মামলা: গ্রেফতার ২

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: সিলেটের শ্রীমঙ্গলে গৃহবধুকে ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার প্রায় এক মাস পরে গতকাল ১১ অক্টোবর, রোববার ভুক্তভোগীর মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, স্বামীকে জেল থেকে ছাড়িয়ে আনতে উকিলের কাছে নিয়ে যাওয়ার কথা বলে অভিযুক্তরা

গত ১৯ সেপ্টেম্বর শ্রীমঙ্গল শহরের একটি গেস্ট হাউজে নিয়ে ধর্ষণ করে।

ঘটনার প্রায় এক মাস পরে গত শনিবার শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন ওই নারী।

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে রোববার দুই অভিযুক্তদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল গ্রামের মৃত ছুরুক আলীর ছেলে কাজল মিয়া ও তার সহযোগী একই গ্রামের মৃত রহমান মিয়ার ছেলে মতিন মিয়া।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, আমাদের কাছে অভিযোগ করার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের আজ উপজেলার আমরাইলছড়া থেকে গ্রেফতার করেছি। এবিষয়ে আরো তদন্ত করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *