করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি পরিকল্পনামন্ত্রী

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। আজ ১৩ অক্টোবর, মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার দিবাগত রাত ১২টার দিকে করোনা পজিটিভ রিপোর্ট হাতে পান মন্ত্রী। পরে সকালে তিনি সিএমএইচে ভর্তি হন। এছাড়া পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক বিভাগের সদস্য (সচিব) আবুল কালাম আজাদও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানান শাহেদুর রহমান।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৫ হাজার ৫৫৫ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৭৩৮ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *