চাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময়

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: চাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছে জেলা পুলিশ।

গতকাল ১২ অক্টোবর, সোমবার চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইনস্ এর ড্রিলসেডে এই মতবিনিময় সভার আয়োজন করেন জেলা পুলিশ।

মতবিনিময় সভায় উপস্থিত থেকে এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন চাঁদপুর জেলার চাঁদপুরসুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম(বার)।

এসময় তিনি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্বাস্থবিধি মেনে উৎসব উদযাপন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার ঘোষ, পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ সনাতন ধর্মের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মতবিনিময় সবায় ডিজিএফআই, এনএসআই ও চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বছর চাঁদপুর জেলায় ২০৪ টি মন্ডপে পূজা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদিয় দূর্গা পূজা শুরু হবে এবং ২৬ অক্টোবর বিজয়া দশমির মধ্যদিয়ে সমাপ্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *