নিলাম তত্ত্বের উন্নয়নে অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: আর্থিক সম্পদের বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে নিলাম তত্ত্বের উন্নয়ন ও নতুন রীতি উদ্ভাবনের জন্য এবছর অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ।

তারা হলেন- স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক পল আর মিলগ্রম ও রবার্ট বি উইলসন।

আজ সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আজ বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে অর্থনীতিতে এ নোবেল পুরস্কার ঘোষণা করে।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের মহাসচিব গুরান হ্যানসন বলেছেন, নিলাম তত্ত্বের উন্নয়ন এবং নতুন নিলাম রীতি আবিষ্কারের জন্য পল আর মিলগ্রম এবং রবার্ট বি উইলসনকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

তাঁদের আবিষ্কার বিশ্বব্যাপী বিক্রেতা, ক্রেতা এবং করদাতাদের উপকৃত করেছে বলে উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *