পরিবারই আগে
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ‘পরিবারের চেয়ে কাজ বড় হতে পারে না’ বলে মন্তব্য করে অ্যাপল টিভি প্লাসের সিরিজ ‘দ্য এসেক্স সার্পেন্ট’ থেকে সরে আসলেন কিয়ারা নাইটলি।
মাস দেড়েকের মধ্যে সিরিজটির প্রডাকশন শুরুর কথা ছিল। বর্তমানে চলছে প্রাক প্রস্তুতি। কিন্তু ডেইলি মেইলকে ‘দ্য পাইরেটস অব ক্যারিবিয়ান’ নায়িকার মুখপাত্র জানান, পারিবারিক কারণে স্ট্রিমিং প্ল্যাটফর্মটির চুক্তি থেকে সরে এসেছেন তিনি।
যুক্তরাজ্যে বর্তমানে করোনার দ্বিতীয় ধাক্কা (সেকেন্ড ওয়েব) চলছে। যা কিয়ারার জন্য স্বস্তিদায়ক নয়। এ সিরিজের জন্য সাড়ে চার মাস বাচ্চাদের থেকে দূরে থাকতে হবে। তাই তিনি ‘দ্য এসেক্স সার্পেন্ট’ ছাড়লেন।
বর্তমানে মিউজিশিয়ান জেমস রাইটনের সঙ্গে সংসার করছেন কিয়ারা। তাদের রয়েছে পাঁচ ও এক বছর বয়সী দুই মেয়ে।