ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৪ লাখে পৌঁছাতে পারে
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগামী বছরের ১ ফেব্রুয়ারি নাগাদ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৪ লাখে পৌঁছাতে পারে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশনের (আইএইচএমই) এই পূর্বাভাস দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।
এতে বলা হয়েছে, আগামী বছরের মধ্য জানুয়ারিতে দেশটিতে প্রাত্যহিক সর্বোচ্চ মৃত্যু ২ হাজার ২০০ ছাড়িয়ে যাবে এবং ১ ফেব্রুয়ারি নাগাদ মৃতের সংখ্যা বেড়ে মোট ৩ লাখ ৯৪ হাজার ৬৯৩ জনে দাঁড়াবে।
আরোপিত সরকারি বিধিনিষেধ শিথিল করা হলে ১ ফেব্রুয়ারি নাগাদ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৫ লাখ ২ হাজার।
আইএইচএমই’র পূর্বাভাসে বলা হয়েছে, সর্বজনীন মাস্ক ব্যবহার করলে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৩ লাখ ১৫ হাজার ৮০০ জনে দাঁড়াতে পারে। সর্বজনীন মাস্ক ব্যবহার বলতে দেশের প্রায় ৯৫ শতাংশ মানুষের মাস্ক ব্যবহারের কথা বোঝানো হয়েছে।
আইএইচএমই মডেল অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তদের সেবা দিতে ১ ফেব্রুয়ারি নাগাদ দেশটির হাসপাতালগুলোতে অতিরিক্ত ১ লাখ ১৩ হাজার ১৯৯ টি শয্যার প্রয়োজন হতে পারে।