সঠিক উপায় অবলম্বন করে করোনা মহামারি দ্রুতই জয় করা সম্ভব: ডব্লিউএইচও

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: বিশ্বের দেশগুলো মহামারি মোকাবিলার সঠিক উপায় অবলম্বন করে দ্রুতই কভিড-১৯ মহামারিকে জয় করতে পারে বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।

গতকাল ১২ অক্টোবর, সোমবার ‘ফিন্যান্সিয়াল টাইমস’ এর অনলাইন আফ্রিকা সম্মেলনে ডব্লিউএইচওর প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এ কথা বলেন।

তিনি বলেন, আমরা যদি আমাদের হাতে থাকা হাতিয়ারের সঠিক ব্যবহার করি তবে দ্রুতই একে (কোভিড-১৯) নির্মূল করতে পারব। আর যদি তা না করি তবে এই ভাইরাস দীর্ঘদিন আমাদের সঙ্গে থেকে যাবে। এটি আমাদের সঙ্গে অনেক অনেক দিন থেকে যেতে পারে।

কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে নিশ্চিত কার্যকর কোনো ওষুধ বা চিকিৎসা পদ্ধতি ও টিকা এখনো আবিষ্কার হয়নি।

বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস মোকাবেলায় কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্বই সবচেয়ে ভাল হাতিয়ার।

এ বছরের শেষে বা আগামী বছরের শুরু নাগাদ করোনাভাইরাসের টিকা হাতে পাওয়ার আশাবাদও ব্যক্ত করেছেন ডব্লিউএইচও প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *