কে হবেন মৌসুমীর দেবর

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: দেবর-ভাবির সম্পর্ক নিয়ে বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ হয়েছে। এবার ‘দেবর আমার কত আপন’ শিরোনামের চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী।

‘দেবর আমার কত আপন’ নির্মাণ করছেন সায়মন তারিক। ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন মৌসুমী ও তাঁর বাস্তব জীবনের স্বামী ওমর সানি। স্বামী-স্ত্রীর চরিত্রের নাম না হয় জানা গেল, কিন্তু দেবর?

নির্মাতা সায়মন তারিক বলেন, ‘আমরা আসলে ছবির গল্পটি মৌসুমী ও ওমর সানিকে কেন্দ্র করেই চিন্তা করেছি। এরই মধ্যে মৌসুমীকে ছবিতে চুক্তিবদ্ধ করেছি। কিছু দিনের মধ্যে সানিকেও চুক্তিবদ্ধ করা হবে।’

আরও পড়ুনঃ আমি প্রেগন্যান্ট, সবাইকে বোকা বানিয়েছিঃ হাসানন্দানি 

ছবিতে দেবরের চরিত্রে কে অভিনয় করছেন? উত্তরে সায়মন তারিক বলেন, ‘এ নিয়ে এখনই কথা বলতে চাই না। তবে এই ছবিতে আমি নতুন বেশ কয়েক জন শিল্পীকে পরিচয় করিয়ে দেব। তিন মাস ধরে তাদের গ্রুমিং করছি। নভেম্বরের শেষের দিকে আমরা ছবির শুট শুরু করব।’

গল্প প্রসঙ্গে সায়মন তারিক বলেন, ‘সামাজিক প্রেক্ষাপটে একটি পারিবারিক সিনেমা নির্মাণের চেষ্টা করছি, যেখানে পারিবারিক মূল্যবোধ, জীবনের সুন্দর কিছু বিষয় ফুটে উঠবে।’

আরও পড়ুনঃ মাকে ছাড়া জন্মদিন, অপুর মন ভালো নেই

মৌসুমী-ওমর সানি ছাড়াও ছবিতে অভিনয় করবেন মাসুম আজিজ, বড়দা মিঠু, শরীফ চৌধুরী, মেহেদি, লাজুক, মিষ্টি প্রমুখ। এর আগে শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’ চলচ্চিত্রে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় এই তারকা জুটি।

আরও পড়ুনঃ ধর্ষণের হুমকিদাতা ক্ষমা চাওয়ায় আইনি পদক্ষেপ নিলেন না পুতুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *