চাঁদপুরে করোনায় সুস্থ ২ হাজার ১৫৪ জন
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: চাঁদপুরে গতকাল ১৩ সেপ্টেম্বর, মঙ্গলবার পর্যন্ত আ’ক্রা’ন্ত শনাক্ত হয়েছে ২ হাজার ৩৩০ জন। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ২ হাজার ১৫৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল মঙ্গলবার চাঁদপুরে ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাবে ৩৭টি স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মধ্যে কোনো পজিটিভ রিপোর্ট ছিলো না। সবগুলো রিপোর্টই নেগেটিভ আসে। এই স্যাম্পলগুলো রোববার সংগৃহীত। গতকাল সকালে এবং দুপুরে এগুলো পরীক্ষা করে সন্ধ্যায় রিপোর্ট প্রকাশ করা হয়।
সূত্র থেকে আরো জানা যায়, চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৭৭ জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৯৯ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।