ট্রাম্পের শরীরে করোনার উপস্থিতি নেই: চিকিৎসক
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে এখন আর করোনাভাইরাসের উপিস্থিতি নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক।
হোয়াইট হাউসের চিকিৎসক সেইন কনলি এক স্মারকে ট্রাম্পের করোনা নেগেটিভ আসার বিষয়টি জানিয়েছেন।
চিকিৎসক সিন কোনলি বলেছেন, ধারবাহিকভাবে কয়েকদিন ধরে পরীক্ষায় প্রেসিডেন্টের শরীরের করোনার উপস্থিতি নেই বলে নিশ্চিত হওয়া গেছে।
কোথায় ট্রাম্পকে পরীক্ষা করানো হয়েছে তা নিয়ে কিছু না জানালেও এই চিকিৎসক জানিয়েছেন, তিনি এখন আর অন্য কারো জন্য সংক্রমণের কারণও নন।
গত ২ অক্টোবর সস্ত্রীক করোনায় সংক্রমিত হওয়ার খবর জানান মার্কিন প্রেসিডেন্ট। এরপর রাতেই ওয়াল্টার রিড মিলিটারি হসপিটালে ভর্তি হন তিনি। ৫ অক্টোবর হাসপাতাল ছাড়েন ট্রাম্প।