যুক্তরাষ্ট্রের কাছে আরো বাণিজ্য সুবিধা চেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: সফররত মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আরো বাণিজ্যিক সুবিধা চেয়েছে বাংলাদেশ বলে জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ ১৪ অক্টোবর, বুধবার সন্ধ্যায়, রাজধানীর হোটেল ওয়েস্টিনে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ভিগানের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। করোনা পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে। বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের বিষয়ে আলোচনা হয়েছে। একটি মার্কিন কোম্পানি এ নিয়ে আগ্রহও দেখিয়েছে। আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের কোভিড ভ্যাকসিন নিয়েও আমরা আলোচনা করেছি। শুধু বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নয়, বিশ্বের সব দেশের শিক্ষার্থীদের জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেবে।

এসময় শাহরিয়ার আলম আরো বলেন, রোহিঙ্গা সঙ্কট নিয়ে দীর্ঘমেয়াদী সমাধানে আমরা যেতে চাই না বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে নির্বাচনের পর মিয়ানমারের সঙ্গে যুক্তরাষ্ট্র আবারো কথা বলবে। প্রতিবেশী দেশগুলোকে এ বিষয়ে সম্পৃক্ত করা প্রয়োজন বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *