সাড়ে চার মাসে মধ্যে দেশে করোনায় সর্বনিম্ন মৃত্যু
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। গত সাড়ে চার মাসে এটাই সর্বনিম্ন মৃত্যু। এর আগে ২৪ ঘণ্টায় এর চেয়ে কম মৃত্যু ছিল ২৮ মে। ওইদিন ১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়া, নতুন করে ১ হাজার ৬৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।