ক্যাটরিনার জন্য নায়ক খুঁজে পাচ্ছেন না পরিচালক!
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে সুপার ওম্যানভিত্তিক এক ছবি নির্মাণ করতে চলেছেন পরিচালক আলী আব্বাস জাফর। তবে তার বিপরীতে নায়ক হিসেবে কে থাকবেন এ নিয়ে মহাবিপাকে পড়েছেন পরিচালক।
আগামী বছর তিনি এই ছবির শুটিং শুরু করার জন্য সদলবল দুবাই পৌঁছে গেছেন ‘ভারত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘সুলতান’ খ্যাত এই পরিচালক। দুবাইয়ে এই ছবির প্রি–প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছেন তিনি। এই মুহূর্তে তারা শুটিংয়ের লোকেশন খোঁজার কাজে ব্যস্ত। বলিউডের জনপ্রিয় এই ছবিতে এক সুপার ওম্যানের ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনাকে।
জানা গেছে ,ক্যাটরিনা এই ছবির মূল চরিত্রে অভিনয় করছেন। কিন্তু ক্যাটরিনার বিপরীতে কাকে দেখা যাবে, তা নিয়ে চলছে নানান জল্পনা–কল্পনা। এই ছবিতে কোনো বড় তারকা সুপার ওম্যানভিত্তিক ছবিতে কাজ করতে রাজি হচ্ছেন না। তাই ‘ছোট’ কোনো অভিনেতাকে নেওয়ার কথা ভাবছেন আলী আব্বাস। দীর্ঘদিন ধরে এই ধরনের ছবি বানানোর ইচ্ছা প্রকাশ করে এসেছেন তিনি। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।