জনগনের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে হবে: জিল্লুর রহমান

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: চাঁদপুর পৌরসভার নির্বাচিত মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সাংবাদিক সমাজ। গতকাল ১৪ অক্টোবর, বুধবার জিল্লুর রহমান জুয়েলকে তাঁর নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক নেতৃবৃন্দ এ ফুলেল শুভেচ্ছা জানান।

চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহর নেতৃত্বে প্রেসক্লাব নেতৃবৃন্দ এ ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় মেয়র সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি এমন এক অবস্থায় এই পৌরসভার দায়িত্ব নিচ্ছি, যখন পৌরসভাটি দেনার দায়ে জর্জরিত। একটি দেনাগ্রস্ত পৌরসভার দায়িত্ব নিতে যাচ্ছি। আপনারা আমাকে সহযোগিতা করবেন, যাতে আমরা এই পৌরসভাকে জনগণের আস্থার জায়গায় নিয়ে আসতে পারি। জনগণ যাতে এখান থেকে তার কাঙ্ক্ষিত সেবা পায়।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, শহীদ পাটোয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জোবায়ের, সদস্য গোলাম মোস্তফা, আব্দুর রহমান গাজী, মোঃ আলমগীর প্রমুখ।

দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদশা, সাবেক ছাত্রলীগ নেতা ও শিক্ষামন্ত্রীর স্থানীয় প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, সাবেক ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *