প্রকাশ হলো গবেষণালব্ধ গ্রন্থ ‘বিস্মৃতির চাঁদপুর’
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: চাঁদপুরের শত বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে প্রকাশিত গ্রন্থ ‘বিস্মৃতির চাঁদপুর’ সম্পাদনা করেছেন গল্পকার ও সাংবাদিক কাদের পলাশ এবং দেশের তরুণ উদীয়মান সাহিত্যিক মুহাম্মদ ফরিদ হাসান।
লেখকদ্বয় বইটিতে অতীতের ঘটে যাওয়া চাঁদপুরের উল্লেখযোগ্য ঘটনা, ইতিহাস ও বিভিন্ন ব্যক্তির অবদানসহ দুর্লভ কিছু ছবি উপস্থাপন করেছেন।
এরমধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো : স্মৃতিতে চাঁদপুর, চাঁদপুরের চা-বাগান, শ্রমিক হত্যাকাণ্ড ১৯২১, পুলিশ ইন্সপেক্টর হত্যা ১৯৩০, চাঁদপুর ও রবীন্দ্রনাথ, ১৯৪৬ সালের দাঙ্গা : চাঁদপুরে মহাত্মা গান্ধী, ১৯২০ সালে চাঁদপুরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, মহাত্মা গান্ধী ও ফজলুল হকের ঐতিহাসিক সাক্ষাৎ, চাঁদপুরে কাজী নজরুল ইসলাম, চাঁদপুরে বঙ্গবন্ধুর আগমন, জনসভা ও বক্তৃতা, চাঁদপুরে মুক্তিযুদ্ধের ৮ মাসের বিভীষিকা, স্বাধীনতার জন্যে সাঁতার, নদী ভাঙ্গন ও বন্যা সংবাদ ১৯৭২, চাঁদপুরে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অভিভাষণসহ কিছু দুলভ স্থিরচিত্র।
বইটির সম্পাদক মুহাম্মদ ফরিদ হাসান জানান, চাঁদপুরের ইতিহাস শত শত বছরের। বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী নদীবিধৌত এ সুবর্ণভূমি। কালের ঘাত-অভিঘাতে চাঁদপুরের অনেক উল্লেখযোগ্য ঘটনা আজ বিস্মৃত, কোনো কোনো ঘটনা বিস্মৃত প্রায়। বিগত ১০০ বছরেরও বেশি সময়ের এমন বিস্মৃত উল্লেখযোগ্য ইতিহাস ও ঘটনা নিয়ে গ্রন্থটির প্রয়াস। আশাকরি, এ গ্রন্থটি চাঁদপুর সম্পর্কে অনেক অজানা তথ্য এবং ঘটনা পাঠককে জানাতে বিশেষ ভূমিকা রাখবে।
প্রসঙ্গত বইটির প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী। ১৪৪ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ৩২০ টাকা। বইটি রকমারি ডটকম এ পাওয়া যাচ্ছে।