বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন বিগান

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি স্টিফেন ই বিগান। আজ ১৫ অক্টোবর, বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বর রোডে অবস্থিত স্মৃতি জাদুঘরটি পরিদর্শনে যান তিনি।

জাদুঘর পরিদর্শনকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান বিগান। একইসঙ্গে ইন্টারন্যাশনাল ভিজিটরস বুকে লেখেন, স্বাধীনতার ৫০ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ। বাংলাদেশের মতো এমন বন্ধু পেয়ে গর্বিত যুক্তরাষ্ট্র। আমরা আশা করি, আগামী ৫০ বছর এবং এর পরবর্তী সময়ে বাংলাদেশ একটি শক্তিশালী, স্বনির্ভর ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত করবে।

এ সময় তাকে পুরো জাদুঘর ঘুরে দেখান বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর এন আই খান।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ এসময় উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *