শাহ আমানতে বিমানের আসনের নিচে মিললো ১৬০ পিস স্বর্ণের বার
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দার সদস্যরা। আজ ১৫ আগস্ট, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বারগুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটি সকাল ৮টা ২০ মিনিটে শাহ আমানতে নামে। গোপন সংবাদের ভিত্তিতে বিমান বন্দর কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে কাস্টমস কর্মকর্তারা ওই ফ্লাইটে তল্লাশি চালান। সেখানে যাত্রীদের আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি
উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম, যার বাজার মূল্য ১১ কোটি টাকা।