সিনেমা হল খুলছে ১৬ অক্টোবর

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এতোদিন বন্ধ থাকা দেশের প্রেক্ষাগৃহগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

আজ ১৪ অক্টোবর, বুধবার তথ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে এ অনুমতি দেয়া হচ্ছে।

এর আগে, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন।

প্রযোজক পরিবেশক সমিতির হিসাব মতে, মুক্তির অপেক্ষায় আছে ২৪টি সিনেমা। কিন্তু সিনেমা হল খুললেও করোনা মহামারির কারণে নতুন ছবি মুক্তি দিতে চাইছেন না পরিচালক, ও প্রযোজকরা। ১ থেকে ২ মাস পর এসব সিনেমা মুক্তি দিতে ইচ্ছুক তারা। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার মধ্যে আছে: মেকআপ, জ্বিন, ওস্তাদ, বিশ্ব সুন্দরী, শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু, বিদ্রোহী, উনপঞ্চাশ বাতাস, মিশন এক্সট্রিম, মিশন এক্সট্রিম টু, শান, পরান, বিক্ষোভ, ক্যাসিনো, আনন্দ অশ্রু ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *