মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর পরকীয়া, বাঁধা দেওয়ায় সন্তানকে হত্যা

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাঞ্চল্যকর পারভেজ হ’ত্যা মামলার ৫ আসামি আটক করেছে র‌্যাব-১৪।

আট’ককৃতরা হলো- মরিচারচরের নিহত পারভেজের মা রুজিনা আক্তার (৩০) এমদাদুল হক (৩৮), মোঃ গনি (৪৫), সুলতান উদ্দিন (৪০) ও রুহুল আমিন(৫৮)।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সার্কিট হাউজ সংলগ্ন র‌্যাব-১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর ফজলে রাব্বী এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১১ অক্টোবর জেলার ঈশ্বরগঞ্জের উচাখিলা নামাপাড়া নদের পাডা থেকে পারভেজ মোশাররফ (১৫) নামে এক স্কুলছাত্রের লা’শ উদ্ধার করে পুলিশ।

এ সংবাদে উদ্ধার র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হ’ত্যা’র তদন্ত শুরু করে।

ঘটনাস্থল দর্শন, পারিপার্শ্বিকতার বিচার ও নি’হ’তে’র বিভিন্ন বিষয় পর্যালোচনা এবং বিশ্লেষণ করে নিবিড় তদন্ত শেষে র‌্যাব-১৪ ঘটনার র’হ’স্য উন্মোচন করে। গো’প’ন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বৃহ¯প্রতিবার ভোররাতে আ’সা’মী’দের’ আ’ট’ক করতে সম হয়।

গ্রেফতারকৃতদে’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত শিার্থী পারভেজের মা রোজিনার এমদাদুল হকের মধ্যে প’র’কী’য়া’র সম্পর্ক ছিল। বিষয়টি পারভেজ জানতে পারলে রোজিনা ও এমদাদুল হক দুজনে পারভেজকে হত্যার পরিকল্পনা করে।

পরে অন্যান্য আসামিদে’র অর্থের বিনিময়ে ভাড়া করে তাদের সহায়তায় পারভেজকে হ’ত্যা করে বলে আটক কৃতরা র‌্যাবের কাছে স্বীকার করে। এ ঘটনায় আটককৃতদের ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *