করোনায় একদিনে চার লাখের বেশি শনাক্তের রেকর্ড
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ শনাক্ত ছাড়ালো চার লাখ। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে অন্তত ছয় হাজার দুইশ মানুষের। গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন শনাক্ত প্রায় ২৮ হাজার। যুক্তরাষ্ট্রে ৭১ হাজারের বেশি নতুন শনাক্ত হয়েছে আর মারা গেছে নয় শতাধিক মানুষ।
করোনা সংক্রমণ ঠেকাতে ফ্রান্সের রাজধানী প্যারিসসহ আটটি শহরে রাত্রিকালীন কারফিউ শুরু হয়েছে। বিতর্কিত এই কারফিউ শনিবার রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুরোদমে এক মাস জারি থাকবে বলে জানিয়েছে ফ্রান্স সরকার।
বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ১১ লাখ ৯ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৩ কোটি ৯৫ লাখের বেশি। এর মধ্যে এ পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লাখ মানুষ।