জীবিত শিশুকে মৃত ঘোষণা করায় ঢাকা মেডিক্যালের দুঃখপ্রকাশ
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবিত শিশুকে মৃত ঘোষণা করার ঘটনায় ক্ষমা চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল ১৬ অক্টোবর, শুক্রবার ভোর পৌনে পাঁচটায় কন্যা শিশুটির জন্ম হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
হাসপাতাল থেকে দেওয়া হয় মৃত্যুর সনদও। রায়েরবাজার কবরস্থানে শিশুটিকে দাফন করার আগ মুহূর্তে শিশুটি নড়েচড়ে উঠে কান্নাকাটি শুরু করে। এরপর শিশুটিকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র- আইসিইউতে রাখা হয়। এই ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়।
আজ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি বিজ্ঞপ্তি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।