ডিপিআর চেয়ে ভারতের প্রস্তাব, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করছে নেপাল
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: প্রস্তাবিত কাঠমান্ডু-রাকসৌল রেলপথের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন চেয়ে নেপালের কাছে প্রস্তাব পাঠিয়েছে ভারত। এ নিয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শুরু করেছে নেপাল। জি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিস্তারিত প্রকল্প প্রতিবেদন বা ডিপিআর চাওয়ার প্রস্তাব এই মহামারির মধ্যেই স্টেকহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও করোনা সঙ্কট মোকাবেলা সেন্টারে এটা পাঠিয়ে দেওয়া হয়েছে। এই মহামারির মধ্যে এ ব্যাপারে তাদের পরামর্শ চাওয়া হয়েছে।
ভারত সরকার গত মাসে নেপালের কাছে প্রস্তাব পাঠিয়ে প্রস্তাবিত কাঠমান্ডু-রাকসৌল রেলওয়ে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চায়। কঙ্কন রেলওয়ে করপোরেশন ডিপিআর পরিচালনার প্রস্তাব দিয়েছে।