নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

আজ ১৭ অক্টোবর, শনিবার দেশটিতে ভোট গ্রহণ শুরু হয় হয় স্থানীয় সময় সকাল ৯টায়। এবারের নির্বাচনেও জয়ের ব্যাপারে আশাবাদী বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন এর লেবার পার্টি।

নিউজিল্যান্ডে গত সেপ্টেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনার কারণে তা এক মাস পেছানো হয়। দেশটির সংসদে আসন সংখ্যা ১২০টি। এরমধ্যে ৭২টি আসন সরাসরি ভোটে নির্বাচিত হয় এবং বাকি ৪৮টি আসন নির্বাচিত হয় দল কত শতাংশ ভোট পেলো তার ওপর ভিত্তি করে।

এদিকে জনমত জরিপ জানায়, প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসছেন। তবে তিনি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবেন কিনা তা নিশ্চিত নয়। এ বছর দেশটিতে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে ৩ অক্টোবর থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *