প্রিমিয়ার লিগে আজ রাতে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামছে ম্যানইউ-আর্সেনাল
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: উয়েফা নেশন্স কা’পে’র ম্যাচ শে’ষে আবারও শুরু হচ্ছে ইউরোপের লিগ ফুটবল।
ইংলিশ প্রিমিয়ার লিগে রাত সাড়ে দশটায় বিগ ম্যা’চে মুখোমুখি হ’বে ম্যান’চে’স্টা’র সিটি-আর্সেনাল।
বিকেল সাড়ে ৫টায় লিভারপুলের আ’তি’থ্য নিবে এভারটন। এছাড়া চেলসির প্রতিপক্ষ সাউদাম্পটন।
রাত ১টায় নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।
আজকের ম্যাচে গানারদের বিপক্ষে বিগ ম্যাচে কেভিন ডি ব্রু’ইন’কে পাচ্ছে না ম্যা’ন’চে’স্টা’র সি’টি।
সেই সাথে আছে গ্যাব্রিয়েল হেসুসের ইনজুরি।
গার্দিওলার জন্য সুখবর লম্বা ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরছেন সার্জিও অ্যাগুয়েরো।
এদিকে ৪৫ মিলয়ন ইউরোতে আর্সেনালে যো’গ দেয়া থমাস পা’র্টি’র অভি’ষেক হতে পারে এ ম্যাচেই।
প্রিমিয়ার লিগে সবশেষ ৯ দেখায় সিটিকে হারাতে পারেনি আর্সেনাল।
তবে এ মৌসুমের পয়েন্ট টেবিলে এখন গার্দিওলা শি’ষ্য’দে’র চেয়ে এগিয়ে আছে মিকেল আর্টেটার দল।