বাইডেনকে আটকে রাখুন: ট্রাম্প
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: নির্বাচনে প্রচারে গিয়ে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে আটকে রাখতে ভোটারদের প্রতি আহ্বান জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনি যুদ্ধক্ষেত্র ফ্লোরিডা ও মিশিগানে নিজেদের অবস্থান নিশ্চিতে জোর প্রচার চালিয়েছেন দুই প্রার্থী। গতকাল ১৬ অক্টোবর, শুক্রবার ফ্রোরিডা অঙ্গরাজ্যের জর্জিয়ায় নির্বাচনি প্রচার চালাতে গিয়ে ট্রাম্প ভোটারদের বলেন, বাইডেনদের আটকে রাখতে।
শুক্রবার লুইজিয়ানায় আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। এর আগে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও টেক্সাসে বিপুল পরিমাণে আগাম ভোট পড়ে, যা নির্বাচনি ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।