‘বিসর্জন ফাউন্ডেশন’র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, আরাফাত হোসাইন মিলাদ: “আমরা সবাই স্বেচ্ছায় করবো রক্ত দান, রক্তের অভাবে মারা যেতে দিবো না কোন মানব প্রান আহব্বানে আমাদের এই বিসর্জন ” এই শ্লোগানকে সামনে রেখে বিসর্জন ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখা কতৃক আয়োজিত “ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করণ কর্মসূচি ২০২০” অনুষ্ঠিত হয়।
গতকাল ১৬ অক্টোবর, শুক্রবার চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ-পূর্ব রাজারগাঁও মডেল একাডেমীতে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। উক্ত প্রোগ্রামে ব্লাড গ্রুপিংয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করনের জন্য আলোচনা করা হয়।
বিসর্জন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো মাইনুল ইসলাম বার্তাবহ চাঁদপুর‘কে বলেন, ‘আমরা যুবকরা যদি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসি তাহলে বাংলাদেশে খুব দ্রুতই শতভাগ স্বেচ্ছায় রক্ত দান নিশ্চিত হবে।’
ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম বার্তাবহ চাঁদপুর‘কে জানায়, ‘আমাদের এই ফ্রি ব্লাড গ্রুপিং এর কার্যক্রম শুধু এখানে নয় চাঁদপুর জেলার প্রতিটি উপজেলায় আমাদের কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।’
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিসর্জন ফাউন্ডেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, বিসর্জন ফাউন্ডেশন চাঁদপুর জেলা সভাপতি মোঃ সাইফুল ইসলাম, জেলা সেক্রেটারী মোঃ আমজাদ হোসেন, জেলা কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মোঃ ফয়সাল হোসেন সদস্য মোঃ আরাফাত হোসেন মীলাদ, মোঃ শামীম, মোঃ ইসমাইল, আব্দুল সালাম সহ আরোও অনেক সদস্য উপস্থিত উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ কোন রক্তের গ্রুপের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং কেন?