শনিবার মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে নামবে নাজমুল একাদশ

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল রেসে এগিয়ে থাকার লড়াইয়ে শনি’বার মাহমুদউল্লাহ একাদশের মুখোমুখি হবে নাজমুল একাদশ।

মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচটি শু’রু হবে দুপুর দেড়’টায়।

এর আগে মাহমুদউল্লাহ একাদশের বি’প’ক্ষে ৪ উইকেটের সহজ জয়ে টুর্নামেন্ট শুরু করে নাজমুল একাদশ।

বোলিংয়ে তাস’কিন, আল আমিনদের সাথে নাঈম-রিশাদ’রা বড় ভ’র’সা নাজমুল একাদশের।

শেষ ম্যাচে মু’শ’ফি’কে’র সেঞ্চুরি আশাবাদী করছে নাজমুল শান্তর দলকে।

তবে সৌম্য-শান্তদের অফ ফর্ম চিন্তার বড় কারণ দলটির।

এদিকে রুবেল, এবাদত-সুমনদের নিয়ে গড়া পেস অ্যাটাক বড় শক্তি মাহমুদউল্লাহ একাদশের।

মুমিনুল-রিয়াদ-সোহানরা প্রস্তুত যে কোনো চ্যালেঞ্জ নিতে। ম্যা’চের আগের দিন রিয়া’দরা মিরপুরে ঘাম ঝরা’লেও টিম হো’টেলে বিশ্রামে কাটিয়েছে নাজমুল একাদশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *