সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০জন রোগী হাসপাতালে ভর্তি
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত ২৪ ঘন্টায় ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে দেশের অন্য কোন বিভাগে গত ২৪ ঘন্টায় আর কোন রোগী হাসপাতালে ভর্তি হয়নি।
নতুন একজন রোগীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি রয়েছে ২০জন রোগী। এ সকল রোগীর মধ্যে ১৯জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে এবং খুলনা বিভাগে একজন হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে দুইজনের তথ্য পাঠানো হয়। আইইডিসিআর তথ্য বিস্লেষণ করে এদের একজনের মৃত্যু ডেঙ্গু জনিত নয় বলে নিশ্চিত করেছে।