পল্লী বিদ্যুতের তার কেড়ে নিল নারীর প্রাণ
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নাউলা গ্রামে বিদ্যুতের ত্রুটিপূর্ণ তার ছিড়ে শিরিন সুলতানা নামের এক সন্তানের জননীর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের পাটওয়ারী বাড়ির আব্দুল হকের মেয়ে।
স্থানীয়রা জানায়, গতকাল ১৭ অক্টোবর, শনিবার দুপুর ২টার দিকে বাড়ির পশ্চিম পাশের পুকুরে গোসল শেষে শিরিন সুলতানা ঘরে ফেরার পথে হঠাৎ তার গায়ে এলটি লাইন ছিড়ে পড়ে। বাড়ির লোকজন দাবি করেন- কচুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মীদেরকে দফায় দফায় ত্রুটিপূর্ণ তার বদলানোর জন্য বলা হলেও কোনো কর্ণপাত না করায় এ ঘটনা ঘটে।
কচুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম বলেন, ত্রুটিপূর্ণ তারের ব্যাপারে আমাদের কাছে ইতিপূর্বে কোনো অভিযোগ দেওয়া হয়নি।