বিষয়টা নিয়ে খুব ভয়ে আছি: দীঘি
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ছোট্ট প্রার্থনা ফারদিন দীঘি এবার নায়িকা হয়ে আসছেন দর্শকদের সামনে। এরই মধ্যে শেষ করেছেন শামীম আহমেদ রনির ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির কাজ। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক শান্ত খান।
দীঘির ভাষ্য, ‘ভাবতে অ’বাক লাগছে পুরো একটা ছবির শুটিং শেষ করে ফেললাম। টিমের সবাই খুব আন্তরিক। তাই সুন্দরভাবেই কাজটি শেষ করতে পেরেছি। গত মাসের ২৪ তারিখ আম’রা এর শুটিং শেষ করেছি। নির্মাতা শামীম আহমেদ রনি দুর্দান্ত নির্দেশনা দিয়েছেন। সব মিলিয়ে কাজে ফেরার অ’ভিজ্ঞতাটা দারুণ ছিল।’
তিনি আরও বলেন, ‘শুটিং তো শেষ করলাম। এখন ডাবিং বাকি। খুব ভ’য় হচ্ছে, নায়িকা হিসেবে দর্শকদের মন কতটুকু জয় করতে পারি এই ভেবে। ছবিতে আমি আমা’র সেরাটুকু দেওয়ার চেষ্টা করেছি। তারপরও মনের মধ্যে একটা অজানা ভ’য় কাজ করছে।’
এদিকে, সম্প্রতি নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন দীঘি। ছবির নাম ‘তুমি আছো তুমি নেই’। এটি নির্মাণ করবেন সিনি ইস’লাম। আগামী মাসের মাঝামাঝিতে এর শুটিং শুরু হবে।
দীঘি বলেন, ‘আপাতত বিশ্রামে আছি। কয়েক দিনের মধ্যে আবার ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। এর মধ্যে “তুমি আছো তুমি নেই” ছবিতে অ’ভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এতে আমা’র বিপরীতে অ’ভিনয় করবেন বাপ্পী চৌধুরী। তাছাড়াও আরও কিছু ছবির বিষয়ে কথা চলছে। চূড়ান্ত হলে সবাইকে বলবো।’