ভারত পরীক্ষা চালাল শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্রের সফল

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন (সুপারসনিক) ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের ফের সফল পরীক্ষা চালাল বারত। আজ ১৮ সেপ্টেম্বর, রবিবার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা জানিয়েছে।

আরব সাগরের ভারতীয় নৌবাহিনীর স্টেলথ ডেস্ট্রয়ার ‘আইএনএস চেন্নাই’ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি পূর্বনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আ’ঘা’ত হানতে সক্ষম হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে দেশটির জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, শব্দের চেয়ে তিনগুণ গতি সম্পন্ন এই ক্ষেপ’ণা’স্ত্রের প্রাথমিক পাল্লা ২৯০ কিলোমিটার। কিন্তু তা বাড়িয়ে ৪০০ কিলোমিটার পর্যন্ত করা যায়।

ডিআরডিও-র চেয়ারম্যান জি সতীশ রেড্ডি এ দিন ব্রহ্মসের সফল পরীক্ষার জন্য সংস্থার বিজ্ঞানী এবং ভারতীয় নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। অভিনন্দন এসেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের পক্ষ থেকেও।

ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগে নির্মীত ব্রহ্মস ক্ষেপণা’স্ত্রে’র তিনটি পৃথক সংস্করণ রয়েছে। স্থল, নৌ এবং বিমান বাহিনীর জন্য। প্রতিটি সংস্করণেরই একাধিক বার পরীক্ষা সফল হয়েছে। ভারতীয় বিমানবাহিনীর সুখোই-৩০এমকেআই যু’দ্ধ’বিমান ব্র’হ্মসের বিমান সংস্করণটি ব্যবহার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *