মাটির নিচ দিয়ে তার নেয়ার কাজ কাল থেকে শুরু: তাপস
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: কেবল অপারেটররা আগামীকাল থেকে মাটির নিচ দিয়ে তার নেয়ার কাজ শুরু করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ ১৮ অক্টোবর, রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন তিনি।
দেশজুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ক্যাবল টিভি বন্ধের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। ফলে রোববার থেকে বন্ধ হচ্ছে না ব্রডব্যান্ড ইন্টারনটে ও ক্যাবল টিভি লাইন। শনিবার সন্ধ্যায় যৌথ ভার্চুয়াল
সংবাদ সম্মেলনে পূর্বের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা ব্যবসায়ীদের সংগঠন আইএসপিএবি এবং ক্যাবল অপারেটরদের সংগঠন কোয়াব।
এর আগে গ্রাহকের দোরগড়া পর্যন্ত সংযোগ স্থাপনে ঝুলন্ত তারের বিকল্প ব্যবস্থা না করে ক্যাবল কাটায় ইন্টারনেট ও ক্যাবল টিভি বন্ধের কর্মসূচি দিয়েছিল সংগঠন দুটি। এ কর্মসূচির আওতায় রোববার থেকে
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে বাসা-বাড়ি, অফিস ও ব্যাংকসহ সকল পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি এবং ক্যাবল টিভি বা ডিশ বন্ধ রাখার কথা জানানো হয়।
শনিবারের সংবাদ সম্মেলনে জানানো হয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্যপ্রযুক্তি