কবরস্থান পড়ে ছিল শার্ট পেঁচানো মরদেহ

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: বগুড়ার আদমদীঘিতে কবরস্থানে ভেতর থেকে সুজন আলী (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে উপজেলার সান্দিড়া গ্রামের মনিখা পুকুরপাড়ের প্রাচীর ঘেরা কবরস্থানের ভেতরে কদম গাছের পাশ থেকে গলায় শার্ট পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সুজন আলী (২৫) সান্দিড়া গ্রামের ইউপি সদস্য ফেরদৌস আলীর ছেলে ও এক সন্তানের জনক।

আজ ১৯ অক্টোবর, সোমবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউ.ডি মামলা করা হয়েছে।

মারা যাওয়া সুজন আলীর বাবা ইউপি সদস্য ফেরদৌস আলী জানান, তার ছেলে মাদকাসক্ত ছিল। গত রোববার সকালে মাদকের জন্য তার মায়ের কাছে টাকা চায়। টাকা না পেয়ে পরে সে বাসায় অত্যাচার করে বেরিয়ে যায়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। রাতে খোঁজাখুঁজির এক পর্যায়ে মনিখা পুকুরপাড়ের কবরস্থানের ভিতর শার্ট পেঁচানো হাটুগাড়া অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার ছেলের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সুজনসহ অনেক মাদকাসক্ত যুবক ওই স্থানে নিয়মিত মাদক সেবন করেন। সেখানে একটি ছোট কদম গাছ রয়েছে। ওই গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি রহস্যজনক। তাদের ধারনা, কেউ তাকে হত্যা করে মরদেহ ওই গাছের পাশে ফেলে গেছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক হওয়ায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রির্পোট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *