করোনার ভয়ে প্লাস্টিকে বন্দি গায়ক-শ্রোতা! (ভিডিও)
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছে দ্য ফ্লেমিং লিপস। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটির রক ব্যান্ডটি করোনা প্রতিরোধের প্লাস্টিকের বাবলের ভেতর বসে পরিবেশন করেছেন গান।
করোনা সংক্রমণ রুখে গান করতে এই পদক্ষেপ। ব্যান্ডের প্রতিটি সদস্য তাদের বাদ্যযন্ত্র নিয়ে অবস্থান করেন হিউম্যান-সাইজড বাবলসে।
স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যায় ওই কনসার্ট অনুষ্ঠিত হয়। শুধু ব্যান্ড সদস্যরাই নয়, উপস্থিত ভক্ত-শ্রোতারাও আলাদা আলাদা প্লাস্টিক বাবলের আচ্ছাদনে ছিলেন।
এ প্রসঙ্গে দলটির নেতা ওয়েইন কোয়েন জানান, বাবলের ধারণাটি পুরোনো। তবে এবার পরিপূর্ণভাবে ব্যবহার করেছেন।
এ পেছনে রয়েছে বিশ্বব্যাপী করোনার সংক্রমণ।