চীনের অস্বস্তি বাড়িয়ে নৌ মহড়ায় ভারত-অস্ট্রেলিয়া
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: সীমান্ত উত্তেজনার মাঝে চীনকে অস্বস্তিতে ফেলে দিয়েছে ভারত। কারণ মালাবার নৌ মহড়ায় ভারতের সঙ্গে যোগ দিচ্ছে অস্ট্রেলিয়া। আজ ১৯ অক্টোবর, সোমবার ভারতের তরফে আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়াকে এই আমন্ত্রণ জানানো হয়।
সব ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষ দিকে, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে আরব সাগর ও বঙ্গোপসাগরে নৌ মহড়ায় অংশ নিতে দেখা যাবে অস্ট্রেলিয়াকে।
এর আগে চলতি মাসের শুরুতে টোকিওতে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাৎসরিক এই মহড়ায় অস্ট্রেলিয়াকে অন্তর্ভুক্ত করা হবে কি না তা নিয়ে আলোচনা হয়।