ঢাকার পাইকারি বাজারে আলু বিক্রি বন্ধ

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: সরকার নির্ধারিত দামে আলু বিক্রি সম্ভব নয়, কারণ হিমাগার থেকে কিনতে হয়েছে বাড়তি দামে। এমন অজুহাতে রাজধানীর পাইকারি বাজারে আলু বিক্রিই বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা।

কৃষি বিপণন অধিদফতরের বেঁধে দেয়া ৩০ টাকা কেজি দরে বিক্রি না করলে আর্থিক জরিমানাসহ শাস্তি ঠেকাতেই এ সিদ্ধান্ত বলে দাবি করেন কারওয়ানবাজারের আড়ৎদাররা। রেকর্ড উৎপাদন আর পর্যাপ্ত মজুত সত্ত্বেও গেল কয়েকদিন ধরেই আগুন আলুর বাজার।

এরই মধ্যে বাজারে লাগাম টানতে সরকারের কড়াকড়ি ও টিসিবির মাধ্যমে আলু বিক্রির ঘোষণার পরই চাপ পড়ে ব্যবসায়ীদের ওপর। এরমধ্যেই আলু বিক্রি বন্ধ হওয়ায় সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন বাজারে পড়তে থাকে এর নেতিবাচক প্রভাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *