ত্বকে করোনা সক্রিয় থাকে ৯ ঘণ্টা: গবেষণা
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: মানুষের ত্বকে নভেল করোনাভাইরাস প্রায় নয় ঘণ্টা সক্রিয় থাকতে পারে বলে নতুন এক গবেষণায় আভাস পাওয়া গেছে।
জাপানের একদল বিজ্ঞানী এই প্রমাণ পাওয়ার পর কভিড-১৯ মহামারি মোকাবিলায় ঘন ঘন হাত ধোয়ার তাগিদ দিয়েছেন।
সম্প্রতি ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিজেস সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে জাপানি গবেষকরা বলেছেন, ফ্লুর জীবাণু মানুষের ত্বকে মাত্র এক দশমিক ৮ ঘণ্টা বেঁচে থাকতে পারে।
অন্যদিকে করোনাভাইরাস ত্বকে নয় ঘণ্টা ধরে সক্রিয় থাকায় মানুষের সংস্পর্শে একজনের দেহ থেকে অন্যজনের দেহে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি।
এ কারণেই বিশ্বজুড়ে করোনা মহামারি দ্রুত ছড়িয়ে পড়ে। খবর এএফপির।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর এক দিন পর ময়নাতদন্তের নমুনা থেকে ত্বক সংগ্রহ করে গবেষণা করেছেন জাপানি গবেষকরা।
করোনা এবং অন্যান্য ফ্লু ভাইরাস ইথানল প্রয়োগের মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে নিষ্ক্রিয় হয়ে যায়।