বিভিন্ন পদে ২০৮টি স্থানীয় এবং উপনির্বাচন আজ

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: আজ ২০ অক্টোবর, মঙ্গলবার জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ মিলিয়ে বিভিন্ন পদে মোট ২০৮টি স্থানীয় এবং উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬টি সাধারণ নির্বাচন এবং ১৯২টি উপ-নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। তবে জেলা পরিষদের নির্বাচন হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে নয়টি ইউনিয়ন পরিষদের।

এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত রাখা হয়েছে পুলিশ আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

৭ জেলা পরিষদের বিভিন্ন পদে শুন্য আসনে বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান এবং বাকি ছয় জেলায় সদস্য নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর ৯টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের শুন্য আসনে হবে ভোট গ্রহণ।

এর মধ্যে-কুমিল্লার দাউদকান্দি উপজেলার তিনটি পদেই এবং দিনাজপুর সদরে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ৭ উপজেলায় চলবে শুধু চেয়ারম্যান পদে ভোট গ্রহণ।

এছাড়া, স্থগিত ও মেয়াদোত্তীর্ণ ১৫ এবং ১৭৭টি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *