হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, আরাফাত হোসাইন মিলাদ: হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের ফাহিম ও নাজমুল নামের দুই শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
গতকাল ১৯ অক্টোবর, মঙ্গলবার দুপুরে বাড়ীর পুকুরে গোসল করতে গিয়ে আর ফেরা হলো না। তারা রাজারগাঁও ইউনিয়নের দক্ষিণ- পশ্চিম রাজারগাঁও গ্রামের বেপারী বাড়ীর বাসিন্দা।
শিশু ফাহিম বেপাারী বাড়ীর প্রবাসী নাছির উদ্দিনের ছেলে। ২নং দক্ষিণ-পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। নাজমুল একই বাড়ীর জসিম বেপারীর ছেলে। সে প্রথম শ্রেণীর ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্রা জানান, তারা দুইজন দুপুরে গোসল করতে গিয়ে না ফেরায় খোঁজাখোঁজি শুরু হয়। তারপর পুকুর পাড়ে জুতা দেখতে পেয়ে পানিতে নেমে তাদেরকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নে naয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।