একঘেয়েমি কাটাতে পুলিশকে ফোন!
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: করোনায় লকডাউনে ঘরে থাকতে থাকতে একঘেয়ে হয়ে পড়েছেন অনেকেই। অনেকেই ঘটিয়েছেন আজব আজব নানা ঘটনা। তবে এবার সাসেক্সের এক ব্যক্তি যেন সবকিছুকেই ছাড়িয়ে গেলেন।
বাড়িতে একঘেয়ে জীবন কাটিয়ে বিরক্ত সেই ব্যক্তি সোজা ফোন করে দেন থানায়। বলেন, বাড়ি বড় একঘেয়ে। তাকে যেন গ্রেফতার করা হয়! শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি।
ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। গত বুধবার তিনি বার্জেস হিল থানায় ফোন করে বলেন, বাড়িতে একঘেয়ে হওয়ার চেয়ে ভালো জেলে কাটাবেন। তার শুধু প্রয়োজন একটু শান্তি। সংসারের চিৎকার-চেঁচামেচি থেকে দূরে যাওয়ার জন্য এই পথই বেছে নিতে চান তিনি।
মিড সাসেক্স নেবারহুডের পুলিশিং ইন্সপেক্টর জানান, বুধবার বিকাল ৫টা নাগাদ থানায় এসে নিজেই ধরা দেন ওই ব্যক্তি। তাকে বোঝানো হয়, পরিবারের মানুষদের সঙ্গে থাকতে ইচ্ছা না করলে তিনি যেন নিজের সঙ্গে খানিকটা সময় কাটান। এতে একঘেয়েমি কমতে পারে।